আমুদরিয়া নিউজ: শিবমন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর। উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরের ঘটনা। জানা গিয়েছে শ্রাবন মাসের সোমবার উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল ওই মন্দিরে। রবিবার রাত থেকে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কয়েকজন পুণ্যার্থীর গায়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার থেকে বাঁচতে পুণ্যার্থীরা দৌড়দৌড়ি শুরু করেন। ফলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আরও ২৯ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানিয়েছেন, আচমকা একটা বাঁদর বিদ্যুতের তারের উপর লাফিয়ে পড়ে। ফলে তারটি ছিঁড়ে মন্দিরের ছাউনির উপর পড়ে। ওই জায়গায় কারেন্ট ছড়িয়ে যায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।