আমুদরিয়া নিউজ: দার্জিলিং থেকে পাঙ্খাবাড়ির রাস্তায় নামার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আহত আরও ৩। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাঁচ তরুণ ছোট গাড়িতে দার্জিলিং থেকে নকশালবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাঙ্খাবাড়ির মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। মৃতদের নাম রাজেশ পাসোয়ান ও সুমিত সিংহ। গুরুতর আহত তিন জনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
