আমুদরিয়া ওয়েব ডেস্ক : ফের ব্যাপক গোলমাল হল অসমে। শুক্রবার কামরুপ জেলার সোনাপুরের উপজাতি অধ্যুষিত এলাকায় দখলদার উচ্ছেদ অভিযান করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ে।
পুলিস গুলি চালায়। ২ জন গ্রামবাসীর মৃত্যু হয়। ২২ জন পুলিশ জখম হয়েছেন।
পুলিশ জানায়, আগে উচ্ছেদকৃত বাংলাভাষী মুসলিম গ্রামবাসীরা ফের পুরানো জায়গায় বসে পড়েছিলেন। তাদের সরাতে গেলেই গোলমাল বাঁধে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, “উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে চলছিল। সকালে কংগ্রেস উচ্ছেদ অভিযানের বিরোধিতা শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং লাঠি, বাঁশের লাঠি নিয়ে বিপুল সংখ্যক মানুষ পুলিশ ও সরকারি আধিকারিকদের ওপর হামলা চালায়।”
তিনি বলেছিলেন যে এই দখলদারদের বেশিরভাগই ভূমিহীন নয় তবে আশেপাশের গ্রামের বাসিন্দা এবং এটি উপজাতি বেল্ট এবং ব্লকের একটি পরিকল্পিত দখল ছিল। পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই দখলদাররা একই স্লোগান দিয়েছে যেটা আমরা সম্প্রতি বাংলাদেশে অস্থিরতার সময় দেখেছি।” ওই ঘটনায় নিহতদের নাম জুবাহির আলী ও হায়দার আলী। কংগ্রেস ঘটনার নিন্দা করে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

ফের উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের গুলিতে হত ২ বাংলাভাষী মুসলিম
Leave a Comment