আমুদরিয়া নিউজ: সেনার গাড়িতে আছড়ে পড়ল বিরাট পাথরের চাঁই। বুধবার লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফ্টেন্যান্ট কর্নেল ২ সেনাকর্মীর। আরও ৩ জন সেনাকর্মী আহত হয়েছেন। সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সেনার কনভয় যখন ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল, তখনই বিরাট পাথরের আঘাতে সেনার গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। মৃত্যু হয় লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। আহত সেনাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সেনার তরফে দুর্ঘটনার কথা স্বীকার করে মৃত সেনার পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।