আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসে নাজেহাল অবস্থা উত্তরাখণ্ড-হিমাচলের। প্রশাসন সূত্রে খবর, সাম্প্রতিকতম দুর্যোগে এখনও পর্যন্ত দুই রাজ্য মিলিয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৮ জন। অন্তত ২০ জনের কোনও খোঁজ মিলছে না। এ ছাড়াও, দুই রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন কয়েকশো মানুষ। প্রশাসনের তরফে জানা গিয়েছে, রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৫ জনের। পাশাপাশি নিখোঁজ হয়েছেন আরও ১৬ জন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ এবং ফায়ার ব্রিগেড। সবচেয়ে খারাপ অবস্থা দেরাদুনের। এখানেই মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে হিমাচলপ্রদেশের মান্ডি জেলার ব্রাগতা গ্রামে ভূমিধসের জেরে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। হড়পা বানে ভেসে গিয়েছে ধর্মপুরের প্রধান বাসস্ট্যান্ড। ভেসে গিয়েছে একাধিক গাড়ি। দেরাদূনে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ।
