আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত চিন। শক্রবার সেদেশের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের একাধিক এলাকা ভেসে গিয়েছে হড়পা বানে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। পাশাপাশি, নিখোঁজ ৩৩ জন। কয়েকদিন ধরেই চিনের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে বন্যা, ভূমিধস এবং হড়পা বানে বিপর্যস্ত দেশটি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গত সপ্তাহেই উত্তর চিনে বন্যায় মৃত্যু হয়েছে ৬০ জনের। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ১৩৬টি গ্রামে। উদ্ধারকাজে ব্যবহৃত হয় হেলিকপ্টারও। চিনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দশকের পর এমন ভয়াবহ বৃষ্টি হচ্ছে চিনে। বৃষ্টির দাপট এতটাই যে, গুয়াংঝাউ প্রদেশের বাইয়ুন এয়ারপোর্টে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। গত বুধবার থেকে সেখানে এখনও পর্যন্ত বাতিল হয়েছে মোট ৩৬০টির বেশি উড়ান।
