আমুদরিয়া ডেস্ক: সোমবার জয়পুরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে বৈভব শতরান হাঁকান মাত্র ৩৫ বলে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। সামনে রয়েছেন শুধুমাত্র ক্রিস গেইল। ১৪ বছর ৩২ দিন বয়সে ১০১ রানের বিধ্বংসী ইনিংসে গড়লেন একঝাঁক রেকর্ড।
বৈভব বলেছেন, ‘দুর্দান্ত অনুভূতি। আইপিএল কেরিয়ারে এটা আমার প্রথম শতরান। সেটাও মাত্র তৃতীয় ইনিংস খেলেই। আইপিএলে শতরান করা স্বপ্ন ছিল। আজ পূরণ হল। আমি বোলার নয়, বল দেখে খেলি। আইপিএল শুরুর আগে থেকে পরিশ্রম করছি। নিজের অনুশীলনে বিশ্বাস রাখি। মাঠে গিয়ে কাউকে ভয় পাই না। খুব একটা ভাবিও না। শুধু নিজের খেলায় ফোকাস রাখতে পছন্দ করি। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। ও সবসময় পজিটিভ থাকার পরামর্শ দেয়।’ বিহারের ক্রিকেটারকে নিয়ে আবেগে ভাসছে রাজ্য ক্রিকেট সংস্থা। ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বৈভবকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।