আমুদরিয়া ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ১৩ জন ঝলসে গিয়ে এবং একজন ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন। আটঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর মোট ১৩ জনের দেহ হোটেল থেকে বের করে নিয়ে আসা হয়।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এছাড়াও আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। এদিকে বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পরেই দিঘা থেকে ফোনে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর থেকেই পলাতক হোটেলের মালিক।