আমুদরিয়া নিউজ: দীপাবলি উদ্যাপনে ‘কার্বাইড গান’ নামক দেশি বাজি ব্যবহার। মধ্যপ্রদেশে দৃষ্টি হারাল ১৪ শিশু। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত ১২২। প্লাস্টিক বা টিনের পাইপ ব্যবহার করে “কার্বাইড বন্দুক” তৈরি করা হচ্ছে। যার ভিতরে বারুদ, দেশলাইয়ের কাঠি ও ক্যালসিয়াম কার্বাইড ভরা হচ্ছে। তাতে আগুন দেওয়ার পর সেগুলি ফেটে যাচ্ছে। তা চোখে গিয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে। ১৫০ থেকে ২০০ টাকায় দেদার বিক্রি হয়েছে এই কার্বাইড গান। গত তিন দিনে ভোপাল, ইনদওর, জবলপুর, গ্বালিয়রের বিভিন্ন হাসপাতালে বহু শিশুকে ভর্তি করানো হয়। খোঁজ নিয়ে দেখা যায়, ‘কার্বাইড গান’ ফাটানোর পর থেকেই তাদের চোখে দেখতে সমস্যা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, কার্বাইড গানটি দেখতে খেলনার মতো হলেও, বিস্ফোরণের সময় বোমার মতো আওয়াজে ফাটে। বিস্ফোরণের ফলে ধাতব টুকরো এবং কার্বাইডের বাষ্প নির্গত হয় যা রেটিনা পুড়িয়ে দেয়। অনেক ক্ষেত্রে শিশুদের চোখের পিউপিল ফেটে যায়, যার ফলে স্থায়ী অন্ধত্ব হয়। ঘটনাচক্রে, দীপাবলির ঠিক আগেই এই বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। তার পরেও কী ভাবে বাজারে পাওয়া গেল এই বাজি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।