আমুদরিয়া নিউজ: পহেলগাঁও হামলার পর সোমবার থেকে খুলতে চলেছে জম্মু–কাশ্মীরের ১২টি পর্যটনকেন্দ্র। শুক্রবার এ কথা জানান কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত কারণে থেকে সেগুলি বন্ধ রাখা হয়েছিল। কাশ্মীরে যে সাতটি স্থান পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে আরু ভ্যালি, রাফটিং পয়েন্ট ইয়ানার, আক্কাদ পার্ক, পাদশাহী পার্ক এবং কামান পোস্ট। এছাড়াও, জম্মু বিভাগের দাগন টপ, রামবান, কাঠুয়ার ধাগ্গার, সালালের শিব গুহা এবং রিয়াসিতেও পর্যটকদের জন্য খুলবে।
