আমুদরিয়া নিউজ: সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে আফ্রিকার দেশ কেনিয়া। ইতিমধ্যেই দেশজুড়ে ১১ জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার শতাধিক। পাশাপাশি বহু পুলিশকর্মী আহত হয়েছেন। দেশজুড়ে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে পথে নামছেন হাজার হাজার মানুষ। রাজধানী নাইরোবিতে বিক্ষোভ ব্যাপক আকার নেয়। শহরের প্রধান রাস্তাগুলিতে অবরোধ তৈরি করে পুলিশ। সেই অবরোধ উপেক্ষা করে এগোতে গেলে প্রথমে কাদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। এর পর গুলি চালানো হয় বলে অভিযোগ। তাতেই ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৫২ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
