আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা একদিকে যেমন পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, তেমনই একশোর বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ বলেন, পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন। তিনি বলেন, “সিঙ্গুর অনগোয়িং অপারেশন। ভারত আরও অভিযান চালাতে চায় না। কিন্তু, পাক সেনা আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে।” বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। বৈঠকে রাজনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে ছিলেন লোকসভায় তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টিআর বালু, আপের তরফে সঞ্জয় সিংহ, উদ্ধবসেনার তরফে সঞ্জয় রাউত, এনসিপি (এসপি)-র তরফে সুপ্রিয়া সুলে। এদিন সর্বদলীয় বৈঠকে বিরোধীরা বলে, এই ইস্যুতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তাকে তারা সমর্থন জানাবে।