আমুদরিয়া নিউজ: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল আজ। এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে উত্তরের ১৩ জন। এর মধ্যে দ্বিতীয় হয়েছে কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। পঞ্চম হয়েছে কোচবিহারের মণীন্দ্রনাথ হাই স্কুলের ঐশিকী দাস। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। ষষ্ঠ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের রুপাঞ্জন সরকার। তার প্রাপ্ত নম্বর ৪৯২। সপ্তম স্থানে রয়েছে ৩ জন। তারা হল কোচবিহারের নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের প্রিয়াঙ্কা বর্মন, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের অনুস্কা শর্মা ও জলপাইগুড়ির কচুয়াবাড়ি বোয়ালমারি হাই স্কুলের কোয়েল গোস্বামী। তাদের প্রাপ্ত নম্বর ৪৯১। অষ্টম স্থানে রয়েছে ৩ জন। তারা হল আলিপুরদুয়ারের ফালাকাটা হাই স্কুলের জ্যোতির্ময় দত্ত, কোচবিহার মন্দিরা নাথ হাই স্কুলের লীনা দাস ও কৃষ্টি সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৪৯০। নবম স্থানে রয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের সত্যম বণিক। তার প্রাপ্ত নম্বর ৪৮৯। ৩ জন রয়েছে দশম স্থানে। তারা হল দার্জিলিং মুরলীগঞ্জ হাই স্কুলের মৌসুমী পাল, দক্ষিণ দিনাজপুরের বলাপুর হাই স্কুলের কৌরব বর্মন ও মালদার অরবিন্দ ডিবিএম অ্যাকাডেমির মৌমিতা মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৮।
এবার রাজ্যে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন।
গত বছর পাশের হার ছিল ৯০ শতাংশ। এবার পাশের হার ৯০.৭৯ শতাংশ।
মেধা তালিকায় রয়েছে মোট ৭২ জনের নাম।

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে রয়েছে উত্তরের ১৩ জন
Leave a Comment