আমুদরিয়া নিউজ: ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা। এই হড়পা বানে হারশিলে ভেসে গিয়েছে একটি সেনা ক্যাম্পও। নিখোঁজ অন্তত ১০ জওয়ান। মেঘ ভাঙা বৃষ্টির জেরে মঙ্গলবার দুপুরে ধারালি গ্রামে হড়পা বান আসে। হরশিলে ভারতীয় সেনার ছাউনি থেকে যার দূরত্ব মাত্র ৪ কিমি। হড়পা বান সেনা ছাউনিকেও ভাসিয়ে নিয়ে যায়। ওই সেনা ছাউনির ১০ জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। সেই ধাক্কা সামলে বাকি জওয়ানরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা।’ বিপর্যয়ের খবর পেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
