আমুদরিয়া নিউজ : তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় সোমবার সকালে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই রাজ্য পরিবহন বাসের সামনে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১৯ জনের, আহত হন আরও ২৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৪ জন মহিলা ও একটি ১০ মাসের শিশু। বাসটিতে প্রায় ৭২ জন যাত্রী ছিলেন, অথচ তার ধারণক্ষমতা ছিল মাত্র ৩৫ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত গতিতে চলা ট্রাকটি বিপরীত দিক থেকে এসে সরাসরি বাসটিকে আঘাত করে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।