আমুদরিয়া নিউজ: সিগন্যাল না মেনে রেল লাইন পার করতে গিয়ে বিপত্তি। মেক্সিকোয় ট্রেন-বাস সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১০ জনের। আহত আরও ৬১। রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার আটলাকোমুলকো শহরে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ব্যস্ত রাস্তায় হঠাৎ রেললাইন পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল দোতলা বাসটি। সেই মুহূর্তে লাইন ধরে আসা একটি মালগাড়ি বাসটিতে ধাক্কা মেরে ট্রেনের সঙ্গে বহুদূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসটি। মর্মান্তিক সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর রেলের তরফে একটি বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চালকদের অনুরোধ করা হয়েছে, রাস্তার সিগন্যাল মেনে চলার।
