আমুদরিয়া নিউজ : মালদহে ফের চলল গুলি। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই চলল দুই রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যক্তি। মালদার ইংলিশবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় চার জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত উত্তম মন্ডল এই ঘটনার পর থেকে পলাতক।
শনিবার রাতে বিপ্লব বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল। সেই সময় তিনি দেখতে পান একদল যুবক ঝামেলা করছে। কি হয়েছে দেখতে গেলে তাঁকে গুলি করা হয়। অভিযোগ, উত্তম মন্ডল পরপর দুই রাউন্ড গুলি করেন। বাম হাতে গুলি লাগে  বিপ্লবের। এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
 
			মালদহে প্রাক্তন মন্ত্রীর বাড়ির অদূরে গুলিবিদ্ধ ১
									Leave a Comment
							
			 
					 
		 
		 
		 
		