আমুদরিয়া নিউজ: অমরনাথ যাওয়ার পথে পাথর ছিটকে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও তিন জন। গত কয়েক দিন ধরেই অমরনাথের যাত্রাপথে ভারী বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে কোথাও কোথাও নামছে ধসও। বুধবার জম্মু-কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময়ে পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে লাগে এক পুণ্যার্থীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পাশাপাশি আহত হন আরও ৩ জন। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতিবার সাময়িক ভাবে অমরনাথ যাত্রা স্থগিত করেছে প্রশাসন।