আমুদরিয়া নিউজ: মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান। ফের বেহাল উত্তরাখণ্ড। শুক্রবার মধ্যরাতে সে রাজ্যের চামোলি জেলার থরালি এলাকার ঘটনা। কাদাস্রোতে ভেসে যায় দোকানঘর, বাড়ি। এমনকি ভেসে যায় মহকুমাশাসকের বাসভবনও। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বেশ কয়েকজন। জানা গিয়েছে শুক্রবার মাঝরাতে আচমকা মেঘভাঙা বৃষ্টি শুরু হয় চামোলির বিস্তীর্ণ এলাকায়। যার জেরে লাগওয়ারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়। থারালি বাজার, কোটদীপ এবং থারালি ব্লকের বহু এলাকা বালি, পাথর ও কাদায় ঢেকে গিয়েছে। শহুরে এলাকায় পার্কিংয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত। চেপদাঁও বাজার ও থারালি বাজারের অনেক দোকানে বালি-কাদা-জল ঢুকেছে। একাধিক রাস্তায় বালি-কাদা জমে পুরোপুরি বন্ধ। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
