আমুদরিয়া নিউজ : কেরালার তিরুবনন্তপুরমের একটি আদালত বৃহস্পতিবার তামিলনাড়ুর এক ব্যক্তিকে ২০২২ সালের এক খুনের মামলায় দোষী সাব্যস্ত করেছে। জানা গিয়েছে ওই বছর ফেব্রুয়ারিতে শহরের একটি নার্সারির ভেতরে এক মহিলার সোনার গয়না চুরি করতে খুন করেছিল ওই ব্যক্তি।
 
			 
					 
		 
		 
		 
		