আমুদরিয়া নিউজ: ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ইন্দোরের। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার। জানা গিয়েছে, নিজেদের হোটেল থেকে হেঁটে কাছেই একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। তখন এক বাইক আরোহী তাঁদের অনুসরণ করতে শুরু করেন। পরে তাঁদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।