আমুদিরয়া নিউজ : পাহেলগাঁও হামলার ঘটনার পর জম্মু ও কাশ্মীরের ১৫ জন ওভারগ্রাউন্ড কর্মী গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। এই ব্যক্তিরা সন্দেহভাজন, কারণ তারা জঙ্গিদের লুকানোর ব্যবস্থা, অস্ত্র সরবরাহ এবং চলাচলে সাহায্য করেছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যে তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়িয়েছে এবং তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। জানা গিয়েছে, স্থানীয় কাশ্মিরীদেরই কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। তারাই সীমান্ত পার করে আসা জেহাদিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে। সীমান্ত পার করার পথে দেখায়, আবার কোন পথে গন্তব্যে পৌঁছবে তাও ঠিক করে দেয় তারা। নিরাপদে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করে ওই কাশ্মীরিরা। শুধু তাই নয়, পাকিস্তান থেকে আসা আগ্নেয়াস্ত্রও জঙ্গিদের কাছে পৌঁছে দেয় ওরা। ইতিমধ্যে প্রায় ২০০ সন্দেহভাজন ‘খবরি’ বা ‘খোঁচর’-কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
