আমুদরিয়া নিউজ : লন্ডনে পাকিস্তান হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ চলাকালীন, পাকিস্তান সেনাবাহিনীর ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গলা কেটে নেওয়ার ইশারা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বিক্ষোভটি হচ্ছিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় ও ১ জন নেপালি নাগরিক নিহত হওয়ার প্রতিবাদে। প্রায় ৫০০ জন প্রবাসী ভারতীয় পাকিস্তান হাই কমিশনের সামনে জড়ো হয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভ চলাকালীন, পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা উচ্চস্বরে সঙ্গীত বাজিয়ে এবং অশোভন মন্তব্য করে বিক্ষোভকারীদের উসকানি দেন। এই আচরণকে বিক্ষোভকারীরা অমানবিক ও প্ররোচনামূলক বলে অভিহিত করেন। এই ঘটনার পর, ভারত সরকার পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে।
