আমুদরিয়া নিউজ : কানাডার ভ্যাঙ্কুভারে ২৬ এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১৪ মিনিট নাগাদ ‘লাপু লাপু ডে’ উৎসব চলাকালীন এক ব্যক্তি একটি কালো অডি এসইউভি গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তারপর এলোপাথারি গাড়ি চালানো হয় মানুষের ওপর। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হন। গাড়ির চালককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। তবে হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উৎসবটি ফিলিপিনো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘লাপু লাপু ডে’ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছিল। এই দিনটি ১৬ শতকের ফিলিপিনো স্বাধীনতা সংগ্রামী লাপু লাপুর স্মরণে পালিত হয়। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই উৎসবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই উৎসবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। ঘটনার পর, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি, এবং কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রে সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
